সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:২৭ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
উপ-সচিবের পরিদর্শনে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার রাঙ্গামাটি এলাকায় স্থাপিত বঙ্গ মিলস্ লিঃ এর কর্তৃপক্ষ সন্তোষ প্রকাশ করেন। গতকাল (২৪ জানুয়ারি) বুধবার সকাল সাড়ে ১০টায় মিলস্ পরিদর্শন করেন মোঃ আবি আব্দুল্লাহ্ পরিচালক (উপ-সচিব) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ঢাকা। তিনি চালের উৎপাদন ও ধানের মজুদ পরিদর্শন করেন এবং কোন অনিয়ম না পাওয়ায় মিলের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ কামাল হোসেন, ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আল কামাহ তমাল, বঙ্গমিলস্ লিমিটেড এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির। বঙ্গ মিলস্ লিমিটেড এর মহা ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির উপ-সচিবকে মিলের বিভিন্ন সেক্টরে চাল উৎপাদন ও ধানের মজুদ ঘুরে দেখান।
এতে তিনি মিলটির সর্ব কার্যক্রমের প্রশংসা করেন। বঙ্গ মিলস্ লিঃ এর মহা-ব্যবস্থাপক মোঃ জাকারিয়া জাকির জানান, মিলটি চালু রাখতে প্রতিদিন ৩০০ মেট্রিক টন ধান লাগে, মাসে ১২ হাজার মেট্রিক টন ধান রাখতে হয়, বর্তমান মাত্র ৭০০০ মেট্রিক টন ধান রয়েছে, ধানই পাওয়া যাচ্ছেনা, উৎপাদন কিভাবে বাড়াব। সচিব আরো জানান, সারা বাংলাদেশে অবস্থিত মিলগুলি সরকারি নির্দেশ মেনে এভাবে পরিচালিত হলে কোন অনিয়মই হবে না। এ সময় বঙ্গ মিলস্ লিমিটেড এর সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।