মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে সোমবার (৬ অক্টোবর) ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্ছত্র অবৈধ নিয়োগ বাতিল করে মেধাভিক্তিক নিয়োগ প্রদানের দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
মানববন্ধনে বক্তব্য রাখেন, চাকুরী প্রত্যাশী সাব্বির হোসেন, কাজল, রিয়াজুল ইসলাম, শামিম, সোহেল, আইনাল হক, ফারজানা আক্তার প্রমুখ।
এসময় বক্তারা বলেন, এসআলম গ্রুপের বিদেশে পাচার করা টাকা দেশে ফিরিয়ে আনতে হবে এবং পাচারকারীদের দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এসআলম গ্রুপ যে নিয়োগগুলো প্রদান করেছে তা বাতিল করে যোগ্য এবং দক্ষ ব্যাক্তিদের নিয়োগ প্রদান করতে হবে।