শুক্রবার, ১৬ মে ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
এন.সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার মনোহরগঞ্জে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৫ আগস্ট) দিবাগত রাতে মনোহরগঞ্জ থানাধীন নাথেরপেটুয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাফর ইকবাল ও এসআই আশিকুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তথ্য প্রযুক্তির সহায়তায় নোয়াখালী জেলার সেনবাগ ও লক্ষ্মীপুর জেলার রামগতির বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা চোরদের গ্রেফতার ও চুরি হওয়া গাড়ি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলো- নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার চাতারপাইয়া গ্রামের আবদুল জলিলের ছেলে সুজন(২৩), জয়নগর গ্রামের মৃত বশির আহমদের ছেলে ইসমাইল হোসেন(৩৫), কাজুরিয়া গ্রামের শাহ আলমের ছেলে রিপন মিয়া ড্রাইভার(৩০), ইটবাড়িয়া গ্রামের গাজী আবদুর রবের ছেলে আবদুল কাইয়ুম(৩০), উত্তর শাহপুর গ্রামের মোঃ আবদুর রবের ছেলে জসিম উদ্দিন(৩৮) ও রামগতি উপজেলার পূর্ব চরসিথা গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে সালেহ উদ্দিন (৩২)।
পুলিশ জানায়, গত ২২শে জুলাই উপজেলার নাথেরপেটুয়া অটোপার্টসের স্বত্বাধিকারী মোঃ মানিকের একটি টাফি ট্যাক্টর চুরি হয়। পরে তিনি গত ২৩ জুলাই বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলা তদন্তে ও আসামী ধরার ক্ষেত্রে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে শনিবার (৫ই আগস্ট-২৩ইং) চোর চক্রকে গ্রেফতারে সক্ষম হয়।মনোহরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৬ সদস্যকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।