বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৮:০৬ অপরাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লা সিটি কর্পোরেশন উপ-নির্বাচনের ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সারের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার (৭ মার্চ) এ অভিযোগ করেন মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিনের নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন।
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা বরাবর পাঠানো এক চিঠিতে এসব তথ্য জানিয়েছেন নির্বাচনী এজেন্ট। চিঠিতে নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন, বুধবার (৬ মার্চ) রাতে সদর দক্ষিণ থানাধীন ১৯ নম্বর ওয়ার্ডের রাজাপাড়া উত্তর চৌমুহনী এলাকায় বাস প্রতীকের কর্মীরা আমার কর্মী আনোয়ার হোসেনের ওপর হামলা করে।
পরবর্তীতে আমার অন্যান্য কর্মীরা গনসংযোগ করতে গেলে পুনরায় হামলা করে। আতঙ্কক ছড়ানোর উদ্দ্যেশে ককটেল বিস্ফোরণ করে। রাতে বাস মার্কার সন্ত্রাসীরা তাদের নিজেদের কার্যালয় ভাংচুর করে আমাদের কর্মীদের বিরুদ্ধে উল্টো অভিযোগ দায়ের করেন। ঘটনার বিষয়ে সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি অবহিত করি।
বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টায় ২৬ নম্বর ওয়ার্ডের ধনেশ্বর এলাকায় আমাদের পারিবারিক সদস্যদরা গণসংযোগ করতে গেলে বাস সমর্থিত বহিরাগত সমর্থকরা তাদের উপর হামলা ও মারধর করে। তিনি ওই চিঠিতে আরও লিখেন, নির্বাচনকে ঘিরে শেষ মুহুর্তে বাসে হামলা, ভয়ভীতি, ককটেল বিস্ফোরন করে আতংক সৃষ্টি করছে। তা আরো বৃদ্ধি পাবে বলে আশংকা করছি।
নির্বাচনকে সুষ্ঠু করতে এ মুহুর্ত থেকে শুধুমাত্র ১০৫টি কেন্দ্রে নয় পুরো কুমিল্লা নগরীকে নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় আনার জোড় দাবী জানাচ্ছি।
নির্বাচনী এজেন্ট মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, আমি হামলার ঘটনায় অভিযোগ করেছি। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ চিঠি পৌঁছানো হয়েছে। আশা করি তিনি ব্যবস্থা নেবেন। এবিষয়ে জানতে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনকে একাধিকবার কল ও পরে মেসেজ দিলেও তিনি কোন প্রতিউত্তর দেননি।