রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৯:২৫ অপরাহ্ন
খলিলুর রহমান খলিল- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে মাদক সম্রাজ্ঞী মোছাঃ লাইজু খাতুন(৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে হেরোইনসহ আটক করেছে পুলিশ। এ সময় তার সাথে থাকা ১৪ টি পুড়িয়ায় ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
রবিবার ২৯শে জানুয়ারি দুপুরে তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার জিগারতল এলাকার পাকজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০০ গজ উত্তর দিকে বাচ্চু বাবুর ধান ক্ষেত থেকে তাকে আটক করা হয়। আটক লাইজু তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের জিগারতল এলাকার নূর হোসেনের স্ত্রী।
এস আই তোহাকুল ইসলাম জানায়- শনিবার সন্ধ্যা ৬ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাকজান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক সম্রাজ্ঞী লাইজুকে আটক করেছি। পরে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৪.৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ সময় পুলিশি উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
এলাকাবাসি জানায়- গ্রেফতারকৃত লাইজু খাতুন এলাকায় ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা ছিল। সে কখনো রাস্তায়, কখনো দোলায়, কখনো বাজারে গিয়ে মাদক বিক্রি করে আসছিল দীর্ঘদিন। তার বেশিরভাগ ক্রেতাই নতুন ও পুরাতন চৌপথি, কেল্লাবারি, বেলতলী, মেডিকেল মোড়, ইকরচালী থেকে আসত। অভিনব কায়দায় বিভিন্ন দোলার-ডাঙ্গার ধান ক্ষেতেও খদ্দের ডেকে মাাদক সরবরাহ করত।
তারাগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আটক লাইজুকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের জিরাে টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।