বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিস আয়োজিত ৫২তম জাতীয় সমবায় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা মডেল মসজিদ কনফারেন্স রুম মিলনায়তনে।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি নুরুল আমিন, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার সুলতান আলম, সহকারী পরিদর্শক মামুনুর রশিদ,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, আওয়ামী লীগ নেতা আফছার আলী, জয়নাল আবেদীন খান, রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, ধুনট সোনালী বানিজ্যিক সমবায় সমিতির সম্পাদক রাজু আহমেদ।
উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ সমবায় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে ৩০ জন সমবায়দের মাঝে ৪ লক্ষ্য ৫০ হাজার টাকার ঋণের চেক বিতরণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি।