বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ পূর্বাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় ও ওসি ডিবি সাহেবের তত্ত্বাবধানে গতকাল জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের এসআই মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ বোদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে বোদা পৌরসভাস্থ আটোয়ারী থানাধীন সাত খামারে অবস্থিত হাজী দেলোয়ার হোসেন স্কুল এন্ড কলেজের সামনে বোদা হইতে ঠাকুরগাঁও গামী মহাসড়কের উপর হইতে ধৃতঃ আসামী মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা-মৃতঃ আফছার আলী, সাং- বড় বালিয়া, থানা- ভুল্লি, জেলা- ঠাকুরগাঁওকে ৭ (সাত) কেজি মাদকদ্রব্য গাঁজা, একটি পুরাতন ব্যবহৃত চার্জার ভ্যান ও একটি পুরাতন ব্যবহৃত নীল রংয়ের Symphony মোবাইল সেটসহ ০১/০১/২০২৩ইং তারিখ ২০.০০ ঘটিকার সময় গ্রেফতার করা হয় এবং আসামী ২। মোঃ রহমত আলী(৫০), পিতাঃ অজ্ঞাত, সাং- অজ্ঞাত, থানা- ভৈরব, জেলা- কিশোরগঞ্জ, ৩। মোঃ দুদু মিয়া(৫৮),পিতাঃ মৃতঃ আতিবর রহমান, সাং- কুমারপুর, থানা- ভুল্লি, জেলা- ঠাকুরগাঁও কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে আটোয়ারী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।