রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৫ অপরাহ্ন
মোস্তফা মিয়া- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপুর্ণ ভাবে পালনের লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যেগে আইন শৃঙ্খলা বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান এর সভাপতিত্বে গতকাল বুধবার উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, রংপুর জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর ইদ্রিস আলী, উপজেলা বিএনপি’র আহবায়ক মাহমুদুন্নবী পলাশ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য সহকারী অধ্যাপক নুরুল আমিন, রংপুর পল্লী বিদুৎ সমিতি-১ এর ডিজিএম আর নুর, পীরগঞ্জ ফায়ার সার্ভিস এর ইনচার্জ রতন শর্মা, এস আই নজির হোসেন, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় চন্দ্র, সাধারন সম্পাদক সুনীল চন্দ্র পাল, পুজা পরিষদের নেতা নিরঞ্জন চন্দ্র, রণজিত কুমার, সধীর চন্দ্র প্রমুখ।
সভায় পীরগঞ্জের সব গুলো পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক, রাজনৈতিক নেতা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা ও গণমাধ্যম ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বক্তরা পীরগঞ্জে শান্তিপুর্ণ ভাবে পূজা উদযাপনের ব্যাপারে যে কোন বিশৃঙ্খলা কঠোর হস্তে দমনের জন্য বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।