শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় নোয়াখালীর সদর উপজেলার চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মোঃ মহিন উদ্দিন(৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এসময় তার কাছে থেকে ৯টি চোরাইকৃত মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মহিন উদ্দিন মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য বলে জানিয়েছেন পুলিশ।
আটককৃত আসামী মোঃ মহিন উদ্দিন দাদপুর ইউনিয়নের হুগলী গ্রামের নুরুল আমিনের ছেলে। সে একটি মোটরসাইকেল গ্যারেজ মেকানিক, মালিক ও চোরচক্রের সদস্য। আজ মঙ্গলবার ২৪শে মে ২০২২ইং দুপুরে আটককৃত আসামিকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়- গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত-রাতে সুধারাম মডেল থানার এসআই প্রমোজ চৌধুরীর নেতৃত্বে চরমটুয়া ইউনিয়নের উদয় সাধুরহাট বাজারের মঈন হোন্ডা সার্ভিসিং সেন্টারে অভিযান চালায় পুলিশ। এসময় ওই হোন্ডা গ্যারেজ থেকে জেলার বিভিন্নস্থান থেকে চোরাইকৃত ৯-টি মোটরসাইকেলসহ মহিন উদ্দিনকে আটক করা হয়।
সুধারাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যম কর্মীদের বলেন- আটককৃত মহিন উদ্দিন নিজের গ্যারেজ ও মেকানিক ব্যবসার আড়ালে মোটরসাইকেল চোরাই চক্রের একজন সক্রিয় সদস্য। ওই চক্রের সদস্যরা জেলার বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে এনে তার গ্যারেজে রাখতো।
সেখানে মোটরসাইকেল গুলোর রং-রূপ পরিবর্তন করতো। এরপরে মোটরসাইকেল বিক্রির পাশাপাশি গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে খুচরা বিক্রি করতো। তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা দায়ের করা হয়েছে। এ দলের অন্য সদস্যদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ওসি।