মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামে নিরাপদ সবজি উৎপাদন যুক্ত প্রদর্শনীর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত। আজ সোমবার (২০ মে) ২০২৪ইং বিকেল ৫টায় ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের ২০২৩-২০২৪ অর্থ বছর দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প এর আওতায় নিরাপদ সবজি উৎপাদন যুক্ত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ও সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা কৃষি অফিসার মোছাঃ রুম্মান আক্তার।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা ট্রেনিং অফিসার মোঃ জাফর ইকবাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর প্রকেল্পর মনিটরিং কর্মকর্তা মোঃ মশিউর রহমান, প্রকল্পের উপ-পরিচালক মোঃ রাকিবুতজ্জামান, ফুলবাড়ী কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শাহিনুর রহমান, ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিতা রায়।
মাঠ দিবসের সঞ্চালনায় ছিলেন, ফুলবাড়ী কৃষি অফিসে অতিরিক্ত কৃষি অফিসার মোঃ শাহিনুর রহমান। আয়োজনে ছিলেন কৃসি সম্প্রসারণ অধিদপ্তর ফুলবাড়ী। মাঠ দিবসের পূর্বে আলাদিপুর ইউনিয়নের কৃষক হামিদুর রহমানের নিরাপদ সবজি উৎপাদন ক্ষেতে গিয়ে তরমুুজ চাষের ক্ষেত পরিদর্শন করেন। এ সময় এলাকার শতাধিক কৃষক ও ফুলবাড়ী কৃষি অফিসের সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।