শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:০৮ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূলসহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ পুলিশ বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী পুলিশের বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় বগুড়া সদর উপজেলায় অভিযান চালিয়ে যথাক্রমে, বিদেশি পিস্তল, ম্যাগাজিন, তিন রাউন্ড গুলিসহ ২২ মামলার আসামি যুবদল নেতা ব্রাজিলকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ২২মে মার্চ দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। গ্রেফতারকৃত ব্রাজিল উপজেলার গোদারপাড়া এলাকার শাহাজাহান আলীর ছেলে। তিনি পৌরসভার চারমাথা বন্দর শাখা যুবদলের সভাপতি।
পুলিশ সূত্রে জানা যায়- সোমবার দিবাগত-রাত ৮-টা ৩০ ঘটিকার দিকে সদরের বকশিবাজারে তিন রাস্তার মোড় থেকে ওয়ারেন্টমূলে ব্রাজিলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অবৈধভাবে অস্ত্র নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে মধ্যরাতে অভিযান চালিয়ে বগুড়া সদরের পলাশ চৌকিরপাড় ব্রিজের দক্ষিণ পাশের ইউক্যালিপ্টাস গাছের বাগান অভিযান পরিচালনা করা হয়। সেই সময় ওইখান থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি (এক রাউন্ড মিসফায়ারকৃত) জব্দ করা হয়।
থানা পুলিশের বিভিন্ন সুত্র থেকে জানা যায়- গ্রেফতারকৃত আাসমী ব্রাজিলের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, অ্যাসিড নিক্ষেপ, চাঁদাবাজি, মাদক, সন্ত্রাসবিরোধী আইনে মামলাসহ মোট ২২ মামলা রয়েছে। সে বগুড়া শহরের বহুল আলোচিত শীর্ষ সন্ত্রাসী।
এ বিষয়ে বগুড়া সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) জাহিদুল হক গণমাধ্যম কর্মীদের বলেন- গ্রেফতারকৃত আসামী ব্রাজিল পুলিশের তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে পুলিশ হেফাজতে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com