শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুুর জেলা প্রতিনিধিঃ
রংপুরে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের নির্বাচনী জনসভা সফল করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা (এমপি) রংপুর বিভাগীয় জনসভায় আগমন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০শে জুলাই-২৩ইং) বিকেল ৪ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল বিএনপি যে নৈরাজ্যের খেলা শুরু করেছে তা প্রতিহত করার এখনো সময় বলে মন্তব্য করেন কেন্দ্রীয় নেতারা।
উক্ত অনুষ্ঠান বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর জেলা শাখার যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আব্দুল মাজেদ সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, মাননীয় মন্ত্রী বাণিজ্য মন্ত্রণালয় টিপু মুনশি (এমপি), বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ (রংপুুর বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, বিশেষ বক্তা বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য এ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়াসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
মত বিনিময় সভা শেষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ একটি বিক্ষোভ মিছিল নগরীর টাউনহল চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় কার্যালয়ে এসে শেষ হয়।