শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
রাণীশংকৈলে জামায়াতের পৌর সেক্রেটারীর বাবার দাফন কাজ সম্পন্ন পুঠিয়া-দূর্গাপুরের সাবেক সাংসদ ডা. মনসুর রহমানের বিরুদ্ধে মামলা পীরগঞ্জে সাদপন্থীদের হামলা ও হত্যার বিচার দাবিতে মানববন্ধন কুমিল্লার আমতলীতে গাঁজা’সহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার মুসল্লিদের উপর সাদ পন্থীদের হামলার প্রতিবাদে ফুলবাড়ীতে বিক্ষোভ ফুলবাড়ীতে স্মৃতিচারণমূলক আসর “এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি” জামায়াত-শিবিরকে “পুরনো শকুন” বলায় সংবাদ সম্মেলন রংপুর তা’মীরুল মিল্লাত মডেল মাদ্রাসার উদ্বোধন করেন সাঈদী পুত্র ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ফেন্সিডিল সহ আটক-২ লক্ষ্মীপুরে শ্রমিক গণজমায়েত অনুষ্ঠিত নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ একজন গ্রেফতার রাণীশংকৈলে খ্রিস্টান ধর্মলম্বীদের বড়দিন পালন ধুনটে নিউ স্ট্যান্ডার্ড ফাইন্যান্স এন্ড কমার্স কো-অপারেটিভ ব্যাংক পিএলসি শাখা উদ্বোধন সৌদি দূতাবাসের আয়োজনে রংপুরে হিফযুল হাদীস প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্যাটারী চালিত ভ্যানে মাদক পরিবহন কালে আটক ১ পিকআপে মাদক পরিবহনকালে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার র‌্যাবের অভিযানে ফেন্সিডিলসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার সংবাদিকের পিতার মৃত্যুতে ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের শোক ধুনটে জাতীয় প্রবাসী দিবস উদযাপনে আলোচনা সভা রংপুর ক্যাডেট কলেজের আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু

রংপুরের তারাগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অপকৌশলের অভিযোগ

৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক (শূন্য পদ) ও নৈশ্য প্রহরী নিয়োগে, খবরের কাগজে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও অভিযোগ উঠেছে উক্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেকেন্দার আলী অংশগ্রহণমূলক নিয়োগ কার্যক্রমের প্রচার প্রচারনার বিষয় কৌশলে গোপন করেছেন। প্রধান শিক্ষকের এমন অপকৌশলে অভিযোগকারী সহ আবেদন করার সুযোগ বঞ্চিত হয়েছেন অনেকে এবং নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হয়েছে বলে দাবি করছেন স্থানীয় সাধারণ মানুষ।

জানা গেছে, অপকৌশলে নিয়ম বহির্ভূতভাবে খবরের কাগজে প্রকাশিত বিজ্ঞপ্তি গোপনে প্রচার-প্রচারণা বন্ধ রেখে মনোনীত প্রার্থীকে নিয়োগ দেওয়ার অশুভ চেষ্টা চলছে। এ বিষয়ে নিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন আবেদন অধিকার বঞ্চিত শিক্ষক মোঃ রুহুল আমিন।

অভিযোগকারী মোঃ রুহুল আমিন জানান, উপজেলার বরাতী উচ্চ বিদ্যালয়ে ১ জন সহকারী প্রধান শিক্ষক ও ১ জন নৈশ্য প্রহরীর পদ শূন্য রয়েছে। দাপ্তরিক নির্দেশনা মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক ভাবে প্রচার ও প্রচারণার বিধান থাকা সত্ত্বেও উক্ত বিদ্যালয়ের শূন্য পদ ২টির জন্য ১৩ জুলাই ২০২৪ইং স্থানীয় একটি পত্রিকায় প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি উপজেলা কোথাও সরবরাহ করা হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ছিল ২৭ জুলাই ২০২৪ইং। এছাড়াও আবেদনের সময় শেষ অব্দি বিদ্যালয়ের নোটিশ বোর্ড ও ওয়েব সাইডে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির কোন তথ্য প্রকাশ করা হয়নি।

তথ্য সংগ্রহকালে আরও জানা যায়, নিয়োগ বিজ্ঞপ্তিটি গোপনে প্রকাশ ও অপকৌশলে প্রচার প্রচারণা বন্ধ রাখায় সহকারী প্রধান শিক্ষক(শূন্য পদ) ও নৈশ্য প্রহরী পদে, অভিযোগকারি রুহুল আমিন সহ আরও অনেকেই আবেদন করতে পারেন নাই।

নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে প্রধান শিক্ষক বলেন, দেশের চলমান পরিস্থিতির কারনে নিয়োগ সম্পন্ন হয়নি কার্যক্রম চলমান আছে। স্বাক্ষাৎ-এ কথা বলতে চাইলে তিনি বিভিন্ন রকম বিভ্রান্তকর মন্তব্য করেন এবং স্বাক্ষাৎ করতে বাধ্য নন বলে জানান। বিজ্ঞপ্তি প্রকাশিত পত্রিকার নাম জানতে চাইলে তিনি মনে নেই, পরে বলবেন বলে কথা শেষ না করেই কল কেটে দেন।

এ ব্যাপারে নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী বলেন, প্রধান শিক্ষক টাকা ছাড়া কিছুই বোঝে না ইতিপূর্বে ৩/৪টি নিয়োগে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্য হয়েছে, অনেকের সাথে টাকা নিয়ে প্রতারনা করেছে। ঘুষ দিয়েও চাকরি না পাওয়ায় তার বিরুদ্ধে নানা দপ্তরে অভিযোগ করেছিল ভুক্তভোগীরা। শিক্ষকের এমন দুর্নীতির কারণে ইতিপূর্বে একটি সাজানো নিয়োগ পরীক্ষার দিন কয়েক হাজার নারী পুরুষ তার বিরুদ্ধে ঝাড়ু মিছিলও করেছে। আবারো ২টি পদের জন্য মোটা অংকের টাকা লেনদেনের কানাঘুষা শোনা যাচ্ছে অভিযুক্ত প্রধান শিক্ষক সেকেন্দার আলীর বিরুদ্ধে।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জানান, বরাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (শূন্য পদে) নিয়োগের ব্যাপারে আমি কোন কিছুই জানি না, খবর পত্রেও দেখি নাই। তবে নিয়োগ বিজ্ঞপ্তি ব্যাপক প্রচারের নিয়ম রয়েছে। আমরা একজন শিক্ষকের লিখিত অভিযোগ পেয়েছি, প্রধান শিক্ষক সেকেন্দার আলীকে তলবও করেছি। নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ ও অংশগ্রহণমূলক করতে দাপ্তরিক নিয়ম অনুসরন করা হবে। এছাড়াও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে উক্ত শূন্য পদ দুটির নিয়োগ বিজ্ঞপ্তি পুনঃপ্রকাশের মাধ্যমে স্বচ্ছ নিযোগের ব্যবস্থা করার আহ্বান করা হবে।

অভিযোগের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা বলেন, লিখিত অভিযোগের বিষয়ে জেনেছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলা শিক্ষা কর্মকর্তা এনায়েত হোসেন কালবেলাকে বলেন, বরাতী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ব্যাপারে লিখিত অভিযোগের কপি পেয়েছি, তদন্তও চলছে। নিয়োগ সংক্রান্ত কোন দাপ্তরিক অনিয়ম আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শীঘ্রই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com