বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার জাতীয়পার্টির সহযোগী সংগঠন যুব সংহিতর রাজারহাট উপজেলা শাখার সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন রাজারহাটের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান হাবীব।
জাতীয় যুব সংহিতর কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সাবেক সংসদ সদস্য এইচ.এম শাহরিয়ার আসিফ এবং সদস্য সচিব আহাদ-ইউ- চৌধুরীর অনুমোদিত ৩৩ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে মোঃ হাবিবুর রহমান হাবীব ও সদস্য সচিব হিসেবে মোঃ হায়দার আলীর নাম ঘোষণা করা হয়েছে।
রাজারহাট উপজেলা শাখার নবগঠিত সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ হাবিবুর রহমান জানান রাজারহাট উপজেলার প্রতিটি ইউনিয়নে যুব সংহতির শক্তিশালী কমিটি গঠন করে রাজারহাট উপজেলা শাখাকে সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল ইউনিটে রুপান্তর করতে সকল নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করবেন তিনি।