রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০২:৫৪ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে দুঃস্থ মানুষের মাঝে ভিজিএফ‘র ১০ কেজি করে চাল বিতরণ সম্পন্ন হয়।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মাননীয় পৌর মেয়র তাজিমুল ইসলাম (শামীম)ওই চাল বিতরণের উদ্বোধন করেন।
সূত্রে জানা যায়,পীরগঞ্জ পৌরসভার ৯টি ওয়ার্ডের ৩ হাজার ৮১ জন উপকারভোগীর মাঝে পৌরসভাস্থ মহিলা ডিগ্রি কলেজ, শেখ হাসিনা আর্দশ বালিকা বিদ্যালয় এবং কসিমন নেসা বালিকা বিদ্যালয়ে ভিজিএফ’র ১০কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় দায়িত্বরত ট্যাগ অফিসারসহ পৌর, (প্যানেল মেয়র_১) এস এম,রাসেল আহমেদ প্রধান, সাইফুল আজাদ, আব্দুর রাজ্জাক, মহিলা কাউন্সিলর মরিয়ম বেগম ও সাবেক ২নং ওয়ার্ল্ড কাউন্সিলর জনাব মোঃ গাবুর আলী (মন্ডল) সহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।