শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০৩:১৮ পূর্বাহ্ন
এন,সি জুয়েল- কুমিল্লা জেলা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সহঃ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি’র নেতৃত্বে আনন্দ মিছিল বের করা হয়।
উপজেলা রোডের দলীয় কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে চান্দিনার প্রধান সড়ক হয়ে বাজার ঘুরে পুণরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এসময় আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করতে আবারও নৌকায় ভোট প্রার্থনা করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত খ্যাতনামা ওই চিকিৎসক।
এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মমিন সরকার, চান্দিনা পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মফিজুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান চেয়ারম্যান, লিটন চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক লিটন সরকার, উপজেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি কাজী আখলাকুর রহমান জুয়েল, সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, উপজেলা কৃষকলীগ সভাপতি মনির খন্দকার, শাহ্ সেলিম প্রধান চেয়ারম্যান, সুমন ভূঁইয়া চেয়ারম্যান, মোঃ ইউসুফ চেয়ারম্যান, পৌর কৃষকলীগ সভাপতি জয়নাল আবেদীন জনি, সাধারণ সম্পাদক শাহিন ভূঁইয়া, উপজেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক সামিরুল খন্দকার রবি, উপজেলা শ্রমিক লীগ সভাপতি মিজানুর রহমান প্রমুখ। এর আগে বুধবার সন্ধ্যায় তফসিল ঘোষণার পরপর চান্দিনা বাজারসহ বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করে আওয়ামী লীগ নেতাকর্মীরা।