শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৪ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
“প্রত্যেকে আমরা পরের তরে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে পৌরসভার জিরোপয়েন্ট মোড়ে এক আলোচনা সভা ও মাস্ক বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার সম্পাদক মর্তুজা ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পৌরসভার মেয়র ইলিয়াস হোসেন বাবলু।
এসময় আরও উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার প্রধান শিক্ষক আমিনুর রহমান, সহকারী কমিশনার প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, কাব লিডার রমানাথ রায়, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক ফেরদৌস আলম, সহযোজি সদস্য ও উডব্যাজার তাহাজুল ইসলাম, সহযোজি সদস্য মাহাতাব উদ্দিন, নির্বাহী কমিটির সদস্য প্রধান শিক্ষক ফেরদৌসী খানম বেলী, ইউনিট লিডার শ্যামলী আকতার ও ইউনিট লিডার হেবজো আরা প্রমুখ।
এসময় পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন- শিক্ষার্থীদের মানবিক মানুষ তৈরীতে স্কাউট আন্দোলনের বিকল্প নাই। এজন্য তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউট আন্দোলন জোড়দার করার আহবান জানান। বাংলাদেশ স্কাউটস জলঢাকা উপজেলার আয়োজনে সভা শেষে পথচারী ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরন করা হয়।