রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০৯ অপরাহ্ন
হাসানুর কাবীর মেহেদী- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকা উপজেলায় বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, কবিতা আবৃত্তি, রচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও যাদু প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ১৪ই এপ্রিল সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে বাজার প্রদক্ষিণ করে অনির্বান বিদ্যাতীর্থ উচ্চ বিদ্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু, ভাইস্ চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল আউয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএইচএম রেজওয়ানুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, প্রধান শিক্ষক আমিনুর রহমান, রোকনুজ্জামান চৌধুরী রোকন, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসির উদ্দিন, উপজেলা স্কাউটস সম্পাদক মর্তুজা ইসলাম ও সাবেক যুবলীগ আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ। শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
এছাড়াও উপজেলা স্কাউটস এুর কাব লিডার রমানাথ রায়ের যাদু প্রদর্শণী উপস্থিত সকলকে মুগ্ধ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বাঙালির লোকজ সংস্কৃতির ঐতিহ্য ফুটে ওঠে।