সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৭:০৬ অপরাহ্ন
ফেরদৌসুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ১৫ মার্চ জেলায় ২ লক্ষ ৩৬ হাজার ১’শ জন শিশুকে ভিটামিন এ+ ক্যাপসুল খাওয়ানো হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার সিভিল সার্জন হলরুমে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আবুল বাশার মোঃ সায়েদুজ্জান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেডিকেল অফিসার ডাঃ ইফতেখায়রুল ইসলাম।
ক্যাম্পেইনে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুতফর রহমান মিঠু, প্রবীন সাংবাদিক আব্দুল লতিফ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার এবং সাবেক সাধারন সম্পাদক বদরুল ইসলাম বিপ্লব সহ জেলার প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠিত ক্যাম্পইনে জানানো হয়, আগামী ১৫ মার্চ জেলার ৫ উপজেলা এবং ৩টি পৌরসভায় একযোগে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।সেদিন জেলায় ২ লক্ষ ৩৬ হাজার একশ শিশুকে ক্যাপস্যুল খাওয়ানো হবে।তন্মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৬ হাজার ৬’শ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ৯ হাজার ৫’শ। এসব শিশুকে ক্যাপসুল খাওয়ানোর জন্য টিকাদান কেন্দ্র ১ হাজার ৩৬৪টি এবং স্বাস্থ্য সহকারী নিয়োজিত থাকবেন ১৭২ জন, পরিবার কল্যাণ সহকারি ২১২ জন এবং স্বেচ্চাসেবক ২ হাজার ৭২৮ জন।