সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৫৬ অপরাহ্ন
শামীম ইসলাম- ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলায় সরকারি বিভিন্ন দপ্তর প্রধানের ১৬৫টি সিলমোহরসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে তাদের আটক করা হয়।
তাঁরা হলেন- ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট এলাকার কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম(৫২) ও উত্তর তিতপাড়া গ্রামে নছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ভুট্টু(৫০)।
পুলিশ জানায়- সরদারহাট এলাকায় মাজেদুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ১৬৫টি সিলমোহর ও জাল দলিল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তাঁর দেয়া তথ্যের ভিত্তিতে তিতপাড়া এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলামকে আটক করা হয়।
এ ঘটনায় ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদ হাসান বাদী হয়ে দুজনকে আসামি করে একটি মামলা করেছেন।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারি কমিশনারসহ (ভূমি) ক্যাডার অফিসার, প্রথম শ্রেণির বিভিন্ন দপ্তর প্রধানের সিলমোহর পাওয়া যায়।
এসব সিলমোহর প্রতারণার কাছে ব্যবহার করতো তাঁরা। বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের।