শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২০ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আইন শৃঙ্খলা, চোরাচালান, মাদকদ্রব্য, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১ই এপ্রিল সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমের সভাপতিত্বে আইন-শৃঙ্খলা, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন- ডোমার সহকারী কমিশনার(ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস্ চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার থানার এস আই শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরননবী, প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর ইসলাম, ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, ডোমার বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান প্রমূখ।
সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।