বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:১৫ অপরাহ্ন
নুরকাদের সরকার ইমরান- নিজস্ব প্রতিনিধিঃ
নীলফামারীর ডোমার উপজেলা জানো প্রকল্পের আওতাধীন বিদ্যালয়ের নির্বাচিত ছাত্রীদের আত্মরক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ২৬শে মে সকাল ১০টায় ডোমার উপজেলার বোড়াগাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামে ডোমার উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ রমিজ আলম কেরাতে প্রশিক্ষণের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন- জানো প্রকল্পের প্লান ইন্টারন্যাশনাল এর টেকনিক্যাল স্পেশালিষ্ট মর্জিনা মাসুদ, প্রকল্পের উপজেলা ম্যনেজার মোঃ শরিফ আহম্মেদ শাহ্, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ও প্রকল্পের ফিল্ড অফিসার মোঃ হুমায়ুন কবির এবং স্কুল ভলান্টিয়ার মেরিনা ইয়াসমিন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন- এ প্রশিক্ষণটি শিক্ষার্থীদের আত্মরক্ষার পাশাপাশি তাদের মনোবল বাড়াবে আশা করছি প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীরা সহপাঠীদের এ শিক্ষা প্রদান করবেন।
উল্লেখ্য জানো প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে অষ্ট্রিয়ান ডেভেলপমেন্ট কর্পোরেশন এর সহায়তায় কেয়ার বাংলাদেশ ও প্লান ইন্টারন্যাশনাল এর কারিগরি সহায়তা বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন(ইএসডিও) উত্তরাঞ্চলের রংপুর ও নীলফামারী জেলার ৭টি উপজেলায় শিশু,কিশোরী ও গর্ভবতী এবং প্রসূতি মায়ের পুষ্টির উন্নয়নে কাজ করে আসছে।