বুধবার, ০৯ Jul ২০২৫, ০৪:২৪ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে এক রাতে একই ব্যক্তির ছয়টি গরু চুরির । সোমবার (৭ জুলাই) উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর ঝাকুয়াপাড়ার কৃষক মেনারুল ইসলামের বাড়ীতে এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় ভাবে জানা গেছে, কৃষক মেনারুলের গোয়াল ঘর থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোর চক্র। এই কৃষকের সবগুলো গরু (৬টি গরু) চুরি হওয়ায় সর্বস্ব হারিয়ে তিনি পরিবার নিয়ে দিশেহারা হয়ে পরেছে। চুরি যাওয়া গরু গুলোর আনুমানিক বাজার মূল্য হবে ৪ লক্ষ টাকা। এর আগেও উক্ত পাড়ায় বেশ কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে। প্রায় এভাবে গরু চুরির ঘটনায় তারা ভীতস্থ।
ভুক্তভোগী কৃষক মেনারুল ইসলাম জানান, প্রতিদিনের মতো গতকাল রাতে গোয়াল ঘরে গরুগুলো বেধে রেখে ঘুমাইতে যাই। ভোর সকালে গরুগুলো বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজা ভাঙা। ভিতরে ঢুকে দেখি, গোয়াল ঘরে একটি গরুও নেই। অনেক কষ্ট করে গরুগুলো পুষতেছিলাম, আমার সব শেষ। আমি এখন কি করবো, পরিবার নিয়ে কিভাবে চলবো।
এ বিষয়ে তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, চুরির ঘটনা জেনেছি। চুরি হওয়া পরিবারের বাড়ীতে (ঘটনাস্থলে) পুলিশ পাঠিয়েছিলাম। এ ঘটনায় একটি চুরি মামলা হয়েছে। চোর ডাকাতের বিষয়গুলো অধিক গুরুত্বসহকারে অনুসন্ধান চলছে।