শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:৪৪ পূর্বাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে প্রাণী পুষ্টির উন্নয়নে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ ও সাইলেজ প্রযুক্তি হস্তান্তর প্রকল্পের আওতায় উপজেলার ৪ জন ঘাস চাষীর মাঝে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে ,প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অর্থায়নে গতকাল সোমবার দুপুরে সাইলেজ প্রযুক্তি হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সূত্রে জানা যায়, দুর্যোগকালীন সময়ে গো-খাদ্যের প্রাপ্যতা নিশ্চিতকল্পে সাইলেস প্রযুক্তি গ্রহণে খামারিদের উদ্বুদ্ধ করণকল্পে প্রথম পর্যায়ে চারজন ঘাস চাষীর মাঝে প্রযুক্তি হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেককে বড় ড্রাম ২টি, বালতি ১টি, মগ ১টি, ঝর্ণা ১টি, ঘাস ৫০০কেজি, খড় ১৫ কেজি, চিটাগুড় ১৫ কেজি দেওয়া হয়েছে। তারা কিভাবে সাইলেজ তৈরি করবেন সে বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ঘাস চাষীরা হলেন কুর্শা ইউনিয়নের দৌলতপুর গ্রামের বামনী বালা, পলাশবাড়ী গ্রামের রনিতা রানী, ইকরচালী ইউনিয়নের পশ্চিম সরকার পাড়া গ্রামের রুপালী বেগম, জগদীশপুর গ্রামের খাদিজা বেগম।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কৃষিবিদ ফজলুল করিম, লাইভস্টক এক্সটেনশন অফিসার ডাঃ আখতারুল ইসলাম, সিইএ আখতারুল ইসলাম প্রমুখ।