সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৪৮ অপরাহ্ন
বর্ণালী জামান বর্ণা- নিজস্ব প্রতিনিধিঃ
জয় হোক নিরীহ মানুষের, মাধ্যম হোক জাগরণী স্পোর্টিং সংঘ এই পতিপাদ্যকে সামনে রেখে মানবতার সেবার এগিয়ে চলছে জাগরণী স্পোর্টিং সংঘ। পবিত্র ইদুল ফিতর উপলক্ষে দুস্থ শিশুদের পাশে দাঁড়িয়ে প্রায় শতাধিক ঈদ পোশাক বিতরণ করেছে।
শুক্রবার ২৯শে এপ্রিল বিকেলে রবার্টসনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে জাগরণী স্পোর্টিং সংঘের মহৎ উদ্যোগে দুস্থ শিশুদের মাঝে পোশাক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
তাদের এই মহৎ উদ্যোগে অসহায়, দুস্থ শিশুদের মাঝে ঈদের আনন্দে হাসি ফোটে। ঈদের নতুন পোশাক পেয়ে শতাধিক ঝড়ে পড়া, অসহায় শিশুদের মাঝে বয়ে যায় ঈদ আনন্দ৷ এই উদ্যোগকে অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন জাগরণী স্পোর্টিং সংঘ সভাপতি রিয়াজ খান রুবেল।
এসময় বক্তব্যে তারা এই মানবিক সহযোগিতায় দুস্থদের পাশে এগিয়ে এসে মানবতার জয়ে এবং সমাজে দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে, সমাজের বঞ্চিতদের পাশে এগিয়ে যেতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
জাগরণী স্পোর্টিং সংঘের সভাপতি রিয়াজ খান রুবেল এর সভাপতিত্বে এবং উপদেষ্টা সামছুল হক পন্টির সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ২৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহজাদা আরমান শাহজাদা, মহানগর সেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক রমজান আলী তুহিন, রংপুর মহানগর টেংলরী শাখার সাবেক দফতর সম্পাদক নিয়াজ খান মুরাদ, জাগরণী স্পোর্টিং সংঘের মাকসুদুল আলম তনু, আব্দুল খালেক, শাহীন, দুস্থ শিশু, অভিভাবকবৃন্দ।