বুধবার, ০৯ Jul ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার (২ জুলাই) ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর শহীদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঠাকৃরগাঁও ডিগ্রি কলেজ হলরুমে উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবী আমীর মিজানুর রহমান মাস্টারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেকেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, সমন্বয় ও গণ অধিকার পরিষদে নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাষ্টার, প্রেসক্লাব (পুরাতন)’র সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির, জেলা ছাত্র শিবির সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখার ছাত্র শিবির সভাপতি মীর সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মোমিন হোসেন প্রমুখ।
এছাড়াও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে জুলাইয়ে শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং অতিথি ও উপস্থিত সকালের মাঝে একটি করে বিভিন্ন ফলজ ও বনদ গাছের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছাত্র সমন্বয় প্রতিনিধি তারেক মাহমুদ।