শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার ভান্ডার বাড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্ৰামে এক অসহায় বিধবা নারীকে পূর্ব শত্রুতার জের ধরে মারপিট করার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) ২০২৪ইং অনুমানিক সকাল ৬টা ৩০ ঘটিকায় রঘুনাথপুর গ্ৰামে এই ঘটনাটি ঘটে।
অভিযোগ ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, উপজেলার রঘুনাথপুর গ্ৰামে মৃত. আছুর ছেলে সোলেমান সহ তার ছেলে শহিদুল ইসলামগণ পূর্ব শত্রুতার জের ধরে একই গ্ৰামের মৃত. জহুরুল ইসলামের স্ত্রী লাকী খাতুনকে বিভিন্ন সময়ে অকথ্য, অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।
গালিগালাজের প্রতিবাদ করায় বিবাদীগণ ক্ষিপ্ত হয়ে লাকী খাতুন ও তার ছেলেকে বাঁশের লাঠি দ্বারা মারপিট ও কিলঘুষি, লাথি মেরে শরীরের চোখ সহ বিভিন্ন স্থানে ফুলা ও রক্তাক্ত জখম করে দেন বলে তিনি অভিযোগ করেন।
অসহায় বিধবা নারী এখন ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা অবস্থায় আছেন তার চোখের অবস্থা গুরুতর। এই ঘটনায় বিধবা নারী বাদী হয়ে সোলেমান ও শহিদুল ইসলাম সহ কয়েক জনের বিরুদ্ধে ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।