রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় আয়োজিত ধুনট সদর ইউনিয়নের চান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীক্ষা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জুলাই) দুপুরে চান্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুর রহমানের সভাপতিত্বে ও চান্দার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিমের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুলতানা রাজিয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুস সবুর, আরিফুর রহমান, আকতারুজ্জামান, আব্দুল্লাহ আল মামুন, বাংলাদেশ স্কাউট ধুনট উপজেলা শাখা। বাংলাদেশ স্কাউট, জেলা কাব স্কাউট লিডার বাংলাদেশ সিএএলটি সম্পন্ন আতাউর রহমান, ধুনটে সরকারি নইম উদ্দিন মডেল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক মোজাম্মেল হক।
বড়বিলা পূর্বপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, চালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়না খাতুন, চান্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরায়েজুল হক, রুপালী খাতুন, সাফিয়া তাসনীম, সালমা খাতুন প্রমূখ।