রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলে সাজাপ্রাপ্ত একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি গ্রেপ্তার। নড়াইলে মাদক মামলায় ৬ মাসের কারাদণ্ডপ্রাপ্ত ও একাধিক গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি কাওছার মোল্যাকে গ্রেপ্তার করেছে নড়াইলের লোহাগড়া থানা পুলিশ। সে নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা মধ্যপাড়া গ্রামের মৃত আঃ হক মোল্যার ছেলে।
নড়াইল জেলা প্রতিনিধি জানান- গোপন সংবাদের ভিত্তিতে ১৯শে এপ্রিল রাতে নড়াইলের লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের তত্ত্বাবধানে এসআই (নিঃ) মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। নড়াইল জেলার পুলিশ সুপার নির্দেশনায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে।