শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৩ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে ইসলামিক ফাউন্ডেশনের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কুরআনখানি ও র্যালী হয়েছে।
মঙ্গলবার ২২শে মার্চ সকালে দিনটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে নীলফামারী আলিয়া ফাযিল মাদরাসার হলরুমে ‘ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠাসহ ইসলামের প্রচার-প্রসারে বঙ্গবন্ধুর অবদান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম জাকিউজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মীর্জা মুরাদ হাসান বেগ।
বিশেষ অতিথি ছিলেন- বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোঃ মশিউর রহমান, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ আব্দুর রউপ, নীলফামারী আলিয়া মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ মুছা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কুন্দপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এসময় ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোহাম্মদ সোলায়মান আলী, মাস্টার ট্রেইনার মাওঃ মোঃ দেলোয়ার হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এর আগে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলার শ্রেষ্ঠ কেয়ার টেকার, সদর উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।