শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে নীলফামারীতে ক্রীড়া প্রতিযোগীতা, যেমন খুশি তেমন সাজ, সাংস্কৃতিক প্রতিযোগীতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহঃস্পতিবার ৩১শে মার্চ সকালে সদর উপজেলার শ্রী নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আর্থসামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠানে ও.এন.এস.কে.এস এর আয়োজনে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
এসময় শ্রী নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- ও.এন.এস.কে.এস লিমিটেডের চেয়ারম্যান ও ইটাখোলা ইউয়িন যুবলীগের সভাপতি মোঃ সাইদুল ইসলাম।
অনুষ্ঠান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- ইটাখোলা ইউপি সদস্য মোঃ আহাদ আলী।
এসময় আররও উপস্থিত ছিলেন- শ্রী নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সহকারী শিক্ষক ময়নুল হোসেন, আসাদুজ্জামান, যুবনেতা জিয়াউল হক ফারুক সহ আরো অনেকে।
এসময় শ্রী নাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ১৫টি খেলার বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।