সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে জাল টাকা সরবরাহ চক্রের এক সদস্যকে জাল টাকা সহ গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। মঙ্গলবার ২৯শে মার্চ দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাঁচমাথা মোড়ে তাকে গ্রেফতার করে নীলফামারী। জাল টাকা চক্রের সদস্য সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামের মৃত খোদাই বক্স এর ছেলে কাজিনুর রহমান(২৮)।
পুলিশ এসময় তার কাছ থেকে জাল পাচশত টাকার ৪টি নোট, দুইশত টাকার ১টি ও একশত টাকার ৩টি নোট উদ্ধার করে।
তথ্য নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ জানান- গ্রেফতারকৃত আসামীসহ চক্রের অন্যান্যরা রমজান মাস ও পবিত্র ঈদ উল ফিতরকে কেন্দ্র করে জাল টাকা সরবরাহের পায়তারা করছে এরুপ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার জড়িত অন্যান্যদের ধরতে গোপন অভিযান চলছে।
তিনি আরো জানান- এ ঘটনায় সদর থানার এস আই মোঃ আলমগীর বাদি হয়ে মামলা দায়ের করে। আসামীকে ১৯৭৪ইং সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-ক(খ) ধারায় মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলা কারাগারে পাঠায়।