শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:১৭ অপরাহ্ন
রুপালী আক্তার- সদর (নীলফামারী) প্রতিনিধিঃ
জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে নীলফামারীতে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়েছে অভ্যুত্থানে নিহত শহীদদের। এ উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোবাডাঙ্গায় আরাজীপাড়া গ্রামে শহীদ রুবেলের কবরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া পরিচালনা করেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও গোড়গ্রাম ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য আখম আলমগীর সরকার।
জুলাই আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এসময় কবর জিয়ারতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার,ইটাখোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার কাওসার আলী,গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর ইসলাম সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ। একই সঙ্গে জেলার বাকি তিন শহীদের সমাধীতে শ্রদ্ধা নিবেদন করেন প্রশাসন।
প্রসঙ্গত, শহীদ রুবেল ছিলেন গোড়গ্রাম ইউনিয়নের মো. রফিকুল ইসলাম ছেলে ও ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন তিনি। গত ২৪-এর অভ্যুত্থানে (৫ আগস্ট) গুলিতে আহত হন রুবেল। পরে তাঁকে শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট সকাল সাড়ে নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। সেদিন রাতেই নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তার দাফন কার্য সম্পন্ন হয়।