বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৪২ অপরাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লিমন হোসেন(২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ১৯শে মার্চ) ভোরে সদর উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের বউবাজার নামক স্থানে চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত লিমন ওই এলাকার মনসাপাড়ার নুর উদ্দিনের ছেলে। সে দুই সন্তানের জনক।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম ষ জানান- প্রাথমিক অনুসন্ধানে পারিবারিক কলহের জেরে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টে প্রকৃত ঘটনা জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। সম্প্রতি একই এলাকায় ৩ ভাই-বোনসহ ৪ জন ট্রেনে কাটা পরে মৃত্যু হয়।