শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৮:৫৯ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইল জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে মাসিক কিট প্যারেড অনুষ্ঠিত হয়। সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন করেন প্রবীর কুমার রায়, পিপিএম (বার), পুলিশ সুপার, নড়াইল।
রবিবার ২৭শে মার্চ সকাল ৮ঃ১৫ মিনিটের সময়। পরিদর্শন শেষে পুলিশ সুপার অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন স্মার্ট ইউনিফর্ম পরিধান করা, প্রাপ্যতা অনুযায়ী যথাসময়ে সরকারি মালামাল গ্রহণ এবং ইস্যুকৃত মালামাল যত্নের সাথে ব্যবহার করা, স্বাস্থ্যসম্মত পরিবেশে থাকা, নিয়মিত সাস্থ্য পরীক্ষা করা, মাদক থেকে দূরে থাকা, ফেসবুকে অপ্রাসঙ্গিক মন্তব্য না করা এবং করোনাকালীন সাস্থ্যবিধি মেনে চলা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।
এ সময় মো রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ এস, এম, কামরুজ্জামান, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এন্ড অপস, প্রণব কুমার সরকার, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়া সার্কেল, নড়াইল সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ এবং অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।