বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:১৬ অপরাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা সদর পৌরসভা থেকে গতকাল ১০০পিচ ট্যাপেন্ডল ট্যাবলেট সহ দুইজন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সুপারের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনর্চাজ পঞ্চগড় সদর থানা এর নেতৃত্বে এসআই মোঃ সাহিদুর রহমান, এসআই আক্কেল আলী, এসআই মোঃ ফরহাদ হোসেনে, এসআই মুন্না সররকা, এএসআই মোঃ আরিফ সঙ্গীয় অফিসার ফোর্স সহ পঞ্চগড় সদর পেীরসভাধীন ২নং ওয়ার্ডস্থ রামের ডাঙ্গা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ধৃত আসামী ১। মোঃ ফরহাদ হোসেন সোহাগ (২৪) পিতা- জালাল উদ্দিন, ২। মোঃ জালাল উদ্দিন ,পিতা-মৃত শহর আলী , উভয় সাং- রামের ডাঙ্গা, থানা ও জেলা- পঞ্চগড়দ্বয়কে (৯ জুলাই)২৪ইং রাত্রী ২৩.৩০ ঘটিকার সময় গ্রেফতার করা হয়।
স্থানীয় লোকজন জানায়, ধৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ রামের ডাঙ্গা সহ আশপাশ এলাকায় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করিয়া আসিতেছে। উক্ত নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করিয়া বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হইতেছে। উপরোক্ত আসামীদ্বয় সক্রিয় মাদক ব্যবসায়ী এবং তাহাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রহিয়াছে।
এ বিষয়ে পঞ্চগড় সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন। মাদকের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানার পুলিশের অভিযান অব্যাহত আছে।