বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ অপরাহ্ন
আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়েও সারা দেশের ন্যায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে। ২৬ শে মার্চ সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনের চত্বরে ১৯৭১ সালে শহীদ হওয়া বীরমুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ তে শ্রদ্ধাঞ্জলী অর্পনের মধ্যদিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরে বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরন করে নেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম। এসময় পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা পিপিএম, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন।
পঞ্চগড় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে পরিবেশন করা হয় বর্ণাঢ্য ডিসপ্লে। পঞ্চগড়ের ইতিহাস ঐতিহ্য ও মহান স্বাধীনতার দৃশ্য তুলে ধরা হয় ডিসপ্লেতে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। পরে কুচকাওয়াজ ও ডিসপ্লেতে বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদ তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম।