বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ অপরাহ্ন
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মহোদয়ের দিকনির্দেশনায় পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে করতোয়া ফিলিং স্টেশন সামনে থেকে ২৭ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও জেলার ভুল্লি থানার লাউথুতি গ্রামের মোঃ মোজ্জামেল হক (৪৫) ও তাহার স্ত্রী মোছাঃ রওশনআরা বেগম (৪০)। গোপন তথ্যের ভিত্তিতে অদ্য ইং ১৭/০৩/২০২৪ তারিখ সকাল অনুমান ৮ঃ২০ ঘটিকার দিকে পঞ্চগড় সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ রঞ্জু আহমেদ ও ইন্সপেক্টর (অপারেশন) প্রবীর চন্দ্র সরকারের নেতৃত্বে এসআই নিঃ মোঃ রাশিদুল ইসলাম চৌধুরী, এসআই(নিঃ)পলাশ চন্দ্র রায়, এএসআই(নিঃ)মোঃ গোলাম রব্বানী, পিপিএম, এএসআই(নিঃ)মোঃ হান্নান শাহ্, এএসআই(নিঃ)মোঃ মোতাহার হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় উল্লিখিত আসামীদের নিকট হইতে ২৭ কেজি গাঁজা সহ হাতেনাতে আটক করেন। এই বিষয়ে পঞ্চগড় থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে।