আবু সাঈদ- পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলা গোয়েন্দা টিম কর্তৃক একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন সদর থানার কাজদীঘি ইউনিয়ন থেকে।
পঞ্চগড় জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় ও অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা পঞ্চগড়ের দিক নির্দেশনায়,
গতকাল এসআই মোঃ আবু হোসেন এর নেতৃত্বে, এস আই, লিপন কুমার বসাক এএসআই আনোয়ারুল হক ও সঙ্গীয় ফোর্সসহ পঞ্চগড় সদর থানাধীন কাজল দিঘী ইউনিয়নের অন্তর্গত গলেহা পাড়া মৌজার নাক কাটি কবরস্থানের সামনে কাঁচা রাস্তার উপর হইতে ধৃতঃ আসামী জুলকার মাইন @ জি এম কাদের(৩৩), পিতাঃ মৃতঃ আইনুল হক, সাং- লাহিড়ী পাড়া, থানা- বোদা, জেলা- পঞ্চগড়কে ৯৯০ (নয় শত নব্বই) পিস টেপেনটাডল মোট ওজন ২৬৭.৩ গ্রাম- টেপেনটাডল সহ গতকাল ১৮.৩০ ঘটিকার সময় গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে পঞ্চগড় থানায় মাদক আইনে নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন।