সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে নুর জালাল নামে এক মাছ চাষীর একটি ঘেরের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার ২৯শে আগষ্ট দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বিলবিলাস গ্রামে এঘটনা ঘটে। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ৩০লাখ টাকা হবে বলে জানিয়েছেন ঘের মালিক নুরজামাল(৩৮)। এ বিষয়ে বাউফল থানায় সাধারণ একটি ডায়রী করা হয়েছে।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে- নুর জামাল বাউফল সদর ইউনিয়নের দক্ষিণ বিলবিলাস গ্রামে লিজ নিয়ে স্থানীয় মাপের ১কানি জমির উপর একটি যৌথ মাছ ও বয়লা ঘের তৈরি করেন গত এক বছর আগে। সেখানে বিভিন্ন প্রজাতির প্রায় ২০ লাখ মাছের পোনা চাষ করা হয়। গতকাল মধ্য রাতে দুর্বৃত্তরা গ্যাস (বিষ) ট্যাবলেট প্রয়োগ করলে সমস্ত মাছ মরে ভেসে ওঠে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ৩০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ঘের মালিকের।
ঘের মালিক নুর জামাল বলেন- আমি রাত ২টা পর্যন্ত ঘের পরিচর্যার পরে বাসায় ঘুমিয়ে পরি। ভোর ৬টার দিকে আমার মামাতো বোন রুমা আক্তার পুকুরে মাছ ভাসতে দেখে আমাকে খবর দেয়। আমি এসে দেখি সমস্ত মাছ মরে ভেসে উঠেছে। এসময় পুকুর থেকে ভাসমান অবস্থায় দুটি ছোট বস্তা ভর্তি গ্যাসের (বিষ) ট্যাবলেট উদ্ধার করি। এসময় কান্না জড়িত কন্ঠে তিনি বলেন আমি নিঃস্ব হয়ে গেলাম। তিনি আরও বলেন দিন-রাত পরিশ্রম করে আমি এ পর্যন্ত এসেছি সামনে পোনাসহ অনেক মাছ বিক্রির মৌসুম আসছে এমতাবস্থায় কে বা কারা ঈর্ষান্বিত হয়ে আমার এ সর্বনাশ করেছে জানি না আমি দুষ্কৃতিকারীদের বিচার চাই।
এ ব্যাপারে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন- “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে কিছু গ্যাস ট্যাবলেটসহ (বিষ) আলামত জব্দ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।