বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫১ অপরাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনার আতাইকলা থানায় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুর আলম মঞ্জু মাস্টার সহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। সশরীরে হাজির হয়ে থানায় মামলাটি টি দায়ের করেন মোঃ আনোয়ার হোসেন ।
থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মোঃ আনোয়ার হোসেন বাদি হয়ে মামলাটি করেন, গত ২৮/০৪/২৩ ইং তারিখে বিকাল আনুমানিক ৪ ঘটিকার সময় পূর্ব শত্রু তার জের ধরে ক্রিকেট খেলা কে কেন্দ্র করে মোঃ সিরাজুল ইসলাম (২২) এর সহিত ৫,৬,ও ৭ নং আসামী গণের সাথে কথা কাটাকাটি লাগে। উক্ত বিষয়টি ১২ ও ৩ নং জানতে পেরে ৫, ৬ ও ৭ নং আসামীগনকে হুকুম দিয়ে মারধর করায়। যার ফলে মোহাম্মদ সিরাজুল ইসলামকে পাবনা সদরের হাসপাতালেভর্তি করা হয়।মোঃ আনোয়ার হোসেন বলেন ২৯/০৪/২৩ইং তারিখে আমার ছেলে হাসপাতাল থেকে বাসায় আসলে ৬ ও ৭ নং আসামি দুটি বন্দুকনিয়ে এবং অন্যান্য আসামিগণ লাঠি সোটা নিয়ে আমার বাসা ঘেরাও করে এবং আমার ছেলেকে প্রাণ নাসের হুমকি দেয়। তৎক্ষণাৎ জোরপূর্বক ২,০০,০০০/- দুই লক্ষ টাকা নিয়ে আমাকে বাসায় উঠতে দেয়।
মামলায়এজহার নামীয় আসামি গণ হল :- ১/মোঃ শামসুর আলম মঞ্জু মাস্টার (৫০)পিতা মৃত আব্দুল কাদের মাস্টার,সাং সোনাপুর ২/মোহাম্মদ রফিকুল ইসলাম বকুল (৫০)পিতা মৃত আয়েনুদ্দি মেম্বার সাং দড়িসারদিয়ার, ৩/ আব্দুল আলিম (৪০) পিতা মৃত আরশিদ আলী সাং মধুপুর পশ্চিম পাড়া, ৪/ মোঃ আব্দুল মজিদ (৬৫) পিতা: মৃত জালাল উদ্দিন প্রামানিক, ৫/মোঃ মধু (৩৫), ৬/ মোঃ শামীম হোসেন (৩০) উভয় পিতা: আব্দুল মজিদ, ৭/ মোঃ শাকিল (২৭), ৮/ মোঃ শান্ত (২২) উভয় পিতা: মজনু চোর, ৯/ মোঃ আব্দুল মান্নান (৫০) পিতা: মৃত কলিমুদ্দিন, ১০/ মাফিজুল চোর (২৫) পিতা: আব্দুল মান্নান, সর্বসাং- মধুপুর উত্তরপাড়া, থানা আতাইকুলা,পাবনা।
এ বিষয়ে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মোঃ মিজানুর রহমান এর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, থানায় লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
পাবনা জেলা প্রতিনিধি
৩১/০৮/২৪