সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৮ পূর্বাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এ এবারেও দিনাজপুর জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হবিব (কারিগরী পর্যায়ে) জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের কার্যালয়ের এক পত্র মাধ্যমে জেলার পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ মোঃ আহসান হাবিব এ গৌরব অর্জন করে। একই পত্রের মাধ্যমে পার্বতীপুর সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করে।
বিগত ৫ বছর ধরে জাতীয় শিক্ষা সপ্তাহে প্রতিষ্ঠানটি ও প্রতিষ্ঠান প্রধান এই গৌরব অর্জন করে আসছে বলে জানা গেছে। নিজের অভিমত জানাতে গিয়ে প্রতিষ্ঠান প্রধান মোঃ আহসান হাবিব জানান, এ ধরনের প্রাপ্তি কাজের প্রতি আগ্রহ বাড়ায়। আগামীতে এই অর্জন ধরে রাখতে কাজ করে যাবো।