শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ০৪:১০ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলায় এখনো ইটভাটায় কাঠ খড়ি পোড়ানো বন্ধ হয়নি। বহুবার বিষয়টি নিয়ে সংবাদকর্মীরা পত্র পত্রিকায় লেখা লেখি করলেও ঘুমভাঙ্গেনি কর্তাদের। অভিযোগ রয়েছে ইটভাটায় খড়ি পোড়ানোর কারণে বন উজাড় হচ্ছে, বৃক্ষশুণ্য হয়ে পড়ছে গ্রামগুলো।
পর্যবেক্ষক মহলের দাবী যে, এই উপজেলার গ্রামগুলোতে আগের মত গাছ পালা দেখা যায় না। তা ছাড়া বাড়তি টাকার লোভ দেখিয়ে কাঠ ব্যবসায়ীরা গাঁও গ্রাঁমের বড় বড় বৃক্ষগুলো কিনে স মিলে ফাড়াই করে কাঠ ভাটায় সাপ্লাই দিচ্ছে এতে পরিবেশের ক্ষতি হচ্ছে। কাঠ পোড়ানোর কারণে কালো ধোয়া উড়ছে আকাশে। অপর দিকে প্রভাবশালী ভাটামালিকরা জনবসতিপূর্ণ এলাকায় ভাটা প্রতিষ্ঠা করায় ফল-ফসলের ক্ষতি হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন এলাকার মানুষ।