শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:০৬ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় যাত্রিবাহী বাস ও পুঠিয়ায় যাত্রিবাহী বাস ও মোটরসাইকেল সংঘর্ষেমোটরসাইকেল সংঘর্ষে মাসুদ রানা(৩৪) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নিহত মাসুদ রানা রাজশাহী জেলার পাবা উপজেলার জঙ্গলপাড়া গ্রামের আসাদ আলীর ছেলে। সে নাটোর ফায়ারসার্ভিস সিভিল ডিফেন্স এর ফায়ারম্যান ছিলেন।
শুক্রবার সকাল ১১টায় ঢাকা-রাজশাহী মহাসড়কের উপজেলার গোপালহাটি ঢালান নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যেক্ষদর্শী সূত্রে জানা গেছে- মাসুদ রানা বাড়ি হতে তার কর্মস্থলে মোটরসাইকেল যোগে ফিরছিলেন।
পতিমধ্যে উপজেলার গোপালহাটি ঢালান নামক স্থানে পৌছানো মাত্রই নাটোর থেকে রাজশাহীগামী একটি যাত্রিবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় মাসুদ রানা তার মোটরসইকেল থেকে ছিটকে পড়ে সড়কে পাশের গাছের সাথে ধাক্কা লেগে অজ্ঞান হয়ে যান।
তবে ঘাতক বাসটি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। পরে আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পুঠিয়া উপজেলা কমপ্লেক্সের চিকিৎসক মাসুদ রানাকে মৃত ঘোষনা করেন।