বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ফুলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে ৩৬ যাত্রী আহত হয়েছেন। রোববার রাত ১১টার দিকে ঢাকা-শেরপুর মহাসড়কে ফুলপুর উপজেলার মোকামিয়া নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
জানা যায়- ঢাকা থেকে শেরপুরগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস ঢাকা-শেরপুর মহাসড়কের ফুলপুর উপজেলার মোকামিয়া নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পানিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে সংবাদ পেয়ে ফুলপুর থানার টহল পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান।
স্থানীয় লোকজন, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আনুমানিক ৪০-৫০ জন যাত্রীকে উদ্ধার করেন। এ সময় অন্তত ৩৬ জন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।
ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- রেকার সংবাদ দেওয়া হয়েছে। রেকার আসলে বাসটি পানি হতে উত্তোলন করার পর দেখা যাবে আরও কেউ পানির নিচে রয়েছে কি-না। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।