সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:১১ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস কর্তৃক বর্তমান রবি মৌসুমে উপজেলা ৫৭৭০ জন ক্ষুদ্র ও প্রান্তি চাষিদের মাঝে ফসলের বীজ ও উপকরণ বিতরনের উদ্বোধন।
গতকাল রবিবার দুপুর ১২টায় ফুলবাড়ী উপজেলা কৃষি অফিস চত্ত্বরে কৃষকদের মাঝে ফসল ভিত্তিক বীজ ও রাসায়নিক সার বিনামূলে বিতরণ করা হয়। এই মৌসুমে কৃষক প্রতি ১ কেজি সরিষার বীজ ১০ কেজি ডিওপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করেন।
কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে উদ্বোধন করেন ও প্রধান অতিথির বক্তব্যে রাখেন, প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)।
এ সময় তিনি বলেন, দেশের মানুষের খাদ্যের চাহিদা মিটাতে বর্তমান সরকারের উদ্যোগে এই ফসলের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। যার মাধ্যমে কৃষকেরা সহজেই ফসল উৎপাদন করে দেশ ও জাতীর জন্য খাদ্য যোগানে ভূমিকা রাখতে পারে।
উক্ত কৃষি প্রণোদনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে ফুলবাড়ি উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ রুম্মান আকতার। তিনি বলেন, চলতি অর্থ বছরে সরিষা, গম, ভুট্টা, সূর্যমূখি, পেয়াজ, মুকডালের বীজ ৭টি ইউনিয় ও পৌরসভায় মোট ৫৭৭০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদির্ঘী ইউপি চেয়ারম্যান শাহ্ আব্দুল কুদ্দুস, কাজিহাল ইউপি চেয়ারম্যান মানিক রতন, দৌলতপুর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামসহ কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপকারভোগী বিভিন্ন
ইউনিয়ন ও পৌরসভার কৃষকগণ।
পরিশেষে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাডঃ মোস্তাফিজুর রহমান ফিজার (এমপি)‘কে ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীগণ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। এ সময় ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।