বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৪:০১ অপরাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) ২০২৪ খেলা উদ্বোধন হয়েছে।
২৫জুন মঙ্গলবার সকালে নূর মোহাম্মদ উচ্চ বিদ্যায়ল মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম সাত্তার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাতের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ খান, পৌর মেয়র ফকরুজ্জামান মতিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহ জালাল, মহিলা ভাইস চেয়ারম্যান জুহুরা বেগম, নূর মোহাম্মদ উচ্চ ববিদ্যালয়ে প্রধান শিক্ষক মামুনুর রশিদ, বাট্টাজোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান তালুকদার জুয়েল, নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সাসহ আরো অনেকেই।
ইউনিয়ন পর্যায়ে খেলায় অংশ নেয় নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদ বনাম বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ। খেলায় ২-১ গোলে নিলক্ষিয়া ইউনিয়ন পরিষদকে হারিয়ে বিজয়ী হয়েছে বাট্টাজোড় ইউনিয়ন পরিষদ।