সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ পূর্বাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মাদ নূরুল ইসলাম আব্দুল্লাহকে অবসরোত্তর জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
গতকাল ২৮শে ফেব্রুয়ারি, মঙ্গলবার বিকালে কলেজ শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হারুন-অর-রশিদ, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুর রশীদ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম আলিফ উল্লাহ আহসানসহ আমন্ত্রিত অনেক অতিথি।
শিক্ষক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- পরিষদের সম্পাদক মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক আশরাফ হোসাইন এবং বকশীগঞ্জ সরকারি কিয়ামত উল্লাহ কলেজের অন্যান্য শিক্ষক ও কর্মচারী।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন- দর্শন বিভাগের প্রভাষক অন্তিক সরকার। বিদায়ী অধ্যক্ষ সবার নিকট থেকে দোয়া প্রার্থনা করেছেন।
উল্লেখ্য, বিদায়ী অধ্যক্ষ পরবর্তী সময়ে পূর্ণ অধ্যক্ষ পদায়নের পূর্ব পর্যন্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের জন্য ৩৩তম বিসিএস ব্যাচের কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, প্রভাষক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি-এর কাছে দায়িত্বভার অর্পণ করেন।