বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়ন কাজের শ্রমিকদের আউটসোর্সিং নীতিমালায় নিয়োগের দাবীতে সংবাদ
সমম্মেলন। আজ (৮ সেপ্টেম্বর) রবিবার সকাল সাড়ে ১০টায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ আন্দোলন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়ন কাজের শ্রমিকদের আউটসোর্সিং নীতিমালায় নিয়োগের দাবীতে সংবাদ সমম্মেলন।
সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ হোসেন বলেন, গত ৪ বছর আগে আমরা ৩য় ইউনিটি নির্মাণ কাজে সম্পৃক্ত হয়ে সম্পন্ন করি। এখানে আমরা ১৪৪জন শ্রমিক কাজ করে নির্মাণ কাজ সম্পন্ন করেছি। বর্তমান আমরা শ্রমিকেরা বেকার হয়ে বসে আছি। তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ আমাদেরকে কথা দিয়েছিল, সেখানে কিছু শ্রমিক নিয়োগ দেওয়া হবে। পরে বিশ্ব করোনা মহামারীর কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রক্রিয়া সাময়িক স্থগিত করেন। পূনরায় নিয়োগটি চালু করতে কর্তৃপক্ষ কালক্ষেপন করে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করে দেন।
রাজনৈতিক দলের ছত্রছায়ায় আমাদেরকে নিয়োগ না দিয়ে তাদের কিছু লোকজনকে সেখানে নিয়োগ প্রদান করেন। আধুনিক ও উন্নত টেকনোলজি মেশিন ব্যবহার করা হয়েছে ৩য় ইউনিটে যাতে করে দীর্ঘদিন উৎপাদন দিতে পারে। ২০১৮ সালে ২৬ ডিসেম্বর ৩য় ইউনিটি চাইনিজ ঠিকাদারের কাছ থেকে পিডিবি কে হস্তান্তর নেওয়ার কথা থাকলেও ঐ পর্যন্ত জনবল না থাকায় ৩য় ইউনিটি চালু করেন। ২০১৮ থেকে ২০২৪ ইং সাল পর্যন্ত যান্ত্রিক ত্রুটির কারণে কোটি কোটি টাকা ব্যায় করে মেরামত করা হচ্ছে। ২য় ইউনিটটি দীর্ঘ ৪ বছর ধরে বন্ধ রেখেছেন।
এই ইউনিটি মেরামত করার পিছনে কোটি কোটি টাকা ব্যায় করেছেন। আমরা লক্ষ করছি ৩য় ইউনিটির উৎপাদন বন্ধ রেখে মেরামত করছে। বর্তমান বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি ধ্বংস করার প্রক্রিয়া চলছে। এখানে অভিজ্ঞ শ্রমিকের সংকট রয়েছে, অভিজ্ঞ শ্রমিকদেরকে সেখানে নিয়োগ করা হলে বিদ্যুৎ কেন্দ্রটি সচল হবে। কিন্তু আউট সোর্সিং নীতিমালায় কোন শ্রমিক নিয়োগ করা হচ্ছে না। আমরা পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন সময় আন্দোলন করেছি। কিন্তু কর্তৃপক্ষ আমাদের এই ন্যায দাবীর প্রতি কোন কর্ণপাত করেন নি। এখন আমাদের ছেলে মেয়েদেরকে অর্থের অভাবে পড়াশোনা করাতে পারছিনা।
জ্বালানী উপদেষ্টার কাছে ন্যায দাবী মেনে নিয়ে নিয়োগ প্রদানের সুব্যবস্থা করার অনুরোধ করেন। বড়পৃুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি আওয়ামী লীগ পন্থি কর্মকর্তা হওয়ায় তাদের এই দাবী তারা মেনে নেয়নি। আওয়ামী লীগ পন্থি ৩ থেকে ৪ জন রয়েছেন যারা দীর্ঘ ১৫ বছর ধরে একই স্থানে চাকুরী করছেন। সে সময় তাদের বদলীরও দাবী জানায়।
আগামী ২৮/০৯/২০২৪ইং তারিখের মধ্যে তাদের আউটসোর্সিং নীতিমালায় নিয়োগ প্রদান এবং তাদের নেতৃবৃন্দের সাথে কোনরূপ আলোচনা না করা হলে আগামী অক্টোবর লাগাতার কর্মসূচি ঘোষণার কথা বলেন। সংবাদ সম্মেলনে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র আন্দোলন পরিচালনা কমিটির শতাধিক শ্রমিক এ সময় উপস্থিত ছিলেন।