সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান এস.এম মহসিনকে গনসংবর্ধণা দেওয়া হয়েছে।
নাজিরপুর ইউনিয়নের সাধারণ জনগনের উদ্দ্যোগে আজ শুক্রবার বিকেল ৩টায় ধানদী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন হয়।
ওই সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন ওয়ার্ডের সদস্যসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধানগন নব নির্বাচিত ওই চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
নওমালা আবদুর রশিদ খান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন গনসংবর্ধণা আয়োজক কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেন মীর, অধ্যক্ষ মোঃ নূরুল ইসলাম, মোঃ সেলিম মাতুব্বর প্রমূখ।
ধূলিয়া ডি.এস দাখিল মাদ্রাসার সুপার মাওঃ মোঃ জাকির হোসেনের সঞ্চলনায় অনুষ্ঠানে নাজিরপুর ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিসহ বিভিন্ন শ্রেনি পেশার কয়েক হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৭ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য নাজিরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ আমির হোসেন ব্যাপারি চেয়ারম্যান নির্বাচিত হন।পরে শপথ গ্রহনের আগেই তাঁর মৃত্যুজনিত কারণে চেয়ারম্যান পদটি শূন্য হয়।
এরপর গত ৬ই সেপ্টেম্বর উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মোঃ ইব্রাহিম ফারুককে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী এসএম মহসিন চশমা মার্কা নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।